সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে নতুন কারখানা অনুমোদনে নিষেধাজ্ঞা

মুক্তবার্তা ডেস্ক: বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের আশেপাশের ১০ কিলোমিটার এলাকার মধ্যে নতুন কোনো শিল্পকারখানার অনুমোদন দেয়ার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।

একই সাথে ওই ১০ কিলোমিটারের মধ্যে কতগুলো শিল্পকারখানা রয়েছে, তার তালিকা আগামী ছয়মাসের মধ্যে আদালতে জমা দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে এক রিটের শুনানি আমলে নিয়ে বিচারপতি মইনুল ইসলাম  চৌধুরী ও বিচারপতি জে. বি. এম. হাসানের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির  হোসেন।

সুন্দরবনের আশেপাশে ১০ কিলোমিটারের মধ্যে থাকা সকল শিল্পকারখানা অন্যত্র সরিয়ে নিতে ‘সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন’-এর সভাপতি শেখ ফরিদুল ইসলাম হাইকোর্টে এই রিট করেন।

এ রিটের বিবাদীরা হচ্ছেন– পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, এবং খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও বরগুনার জেলা প্রশাসকরা ও পুলিশ সুপাররা।

Related posts

Leave a Comment