সুনামগঞ্জে ৪০ কেজি ওজনের ১২ হাত লম্বা অজগর আটক

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের একটি মাদ্রাসার পরিত্যক্ত ঘর থেকে একটি বড় অজগর সাপ আটক করেছে এলাকাবাসী। সাপটির ওজন প্রায় ৪০ কেজি এবং লম্বা প্রায় ১২ হাত। খবর পেয়ে বন বিভাগের লোকজন এসে অজগরটি নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী ভারতীয় মেঘালয় পাহাড়সংলগ্ন লাকমা গ্রামে একটি কওমি মাদ্রাসার পরিত্যক্ত ঘরের পাশ থেকে বুধবার বিকালে লাকমা গ্রামের এক গৃহবধূ তার নিজের পালিত একটি মুরগি আনতে যান। তিনি সেখানে দেখতে পান পরিত্যক্ত ঘরের ভেতরে অজগরটি মুরগি দেখে খাবারের জন্য ফোঁস ফোঁস শব্দ করছে। গৃহবধূ ভয়ে চিৎকার দিতে থাকে।

পরে স্থানীয় লোকজন কৌশলে অজগরটি আটক করে। অজগর আটকের খবর পেয়ে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমায়।

স্থানীয়রা জানান, অজগর সাপটি ভারতীয় সীমান্তের মেঘালয় পাহাড় থেকে খাবারের সন্ধানে বাংলাদেশে সীমান্তে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার ফরেস্ট কর্মকর্তা বীরেন্দ্র কিশোর রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাপটি বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে।

Related posts

Leave a Comment