সিলেটে বোনকে গলাকেটে হত্যা

মুক্তবার্তা ডেস্ক:সিলেটের গোয়াইনঘাটে ভাইয়ের বিরুদ্ধে বোনকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম তামান্না আক্তার।

বুধবার সকালে উপজেলার আলীছড়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

তামান্না উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের আলীছড়া গ্রামের আবদুল হাসিমের মেয়ে।

ওসি জানান,বিষয়টি নিয়ে বুধবার সকালে ভাইবোনের মধ্যে আবারো কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে তাজুল বাড়ির পাশে ধারালো অস্ত্র দিয়ে তামান্নাকে গলাকেটে হত্যা করে। খবর পেয়ে ‘ঘাতক’ তাজুলকে আটক করেছে পুলিশ। এছাড়া নিহতের মরদেহ ময়তাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Related posts

Leave a Comment