মুক্তবার্তা ডেস্ক:সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাডড়ি ঢলে ঘর ভেসে গিয়ে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার পশ্চিম কালাইরাগ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন।
নিহতরা হলেন, কালাইরাগ গ্রামের সেলিম মিয়ার তিন বছরের মেয়ে তামান্না, এক বছর বয়সী সুলতানা এবং একই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ফারুক মিয়া।
সকালে পাহাডড়ি ঢল নামলেও সন্ধ্যায় তামান্না ও ফারুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুলতানার মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।