সিলেটে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে পুলিশি অভিযান

সিলেট ব্যুরো: সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। আজ শুক্রবার ভোর থেকে পাঁচতলা ওই ভবনটি ঘিরে রাখা হয়েছে।

সকালে ওই এলাকায় গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও স্থানীয়দের কথায় জানা গেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি কমিশনার রোকনউদ্দিন জানিয়েছেন, ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে অভিযান চলমান থাকায় বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাননি তিনি।

পুলিশ ছাড়া অন্য কোনো বাহিনীর সদস্যরা এই অভিযানে আছে কি-না সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

Related posts

Leave a Comment