সিলেটের আস্তানা ভাড়া নেয়া হয় কাওসার নামে

মুক্তবার্তা ডেস্ক:সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়িতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে বাড়িটি ঘিরে রেখেছে, সেটি ভাড়া নেন কাওসার নামে এক ব্যক্তি।

উদ্ধার হওয়ার পর বাড়িটির মালিক উস্তার আলী সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, তিন মাস আগে একটি বেসরকারি কোম্পানির কর্মকর্তা পরিচয় দিয়ে বাসটি ভাড়া নেন কাওসার। বাসায় স্ত্রীকে নিয়ে ওঠেন তিনি। তার স্ত্রীর নাম মর্জিনা। বাসায় ওঠার সময় স্বামী-স্ত্রী দুজনের জাতীয় পরিচয়পত্রও দেখানো হয় তাকে।

 

উস্তার মিয়া আরও জানান, ‘ভাড়াটিয়া তথ্য ফরমে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের তথ্য রয়েছে। পুলিশ সব তথ্য সংগ্রহ করে নিয়েছে।’

জঙ্গি আস্তানা সন্দেহে গভীররাতে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। পরে পুলিশের সঙ্গে শুক্রবার ভোরে যোগ দেয় ঢাকা মহানগর পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা। তাদের সঙ্গে আছেন সিলেট মহানগর পুলিশের একটি দল।

সকালে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা আশপাশের এলাকায় তল্লাশি করলেও এখনো মূল অভিযান শুরু হয়নি। ঢাকা থেকে বাহিনীটির বিশেষ দল সোয়াট সদস্যরা পৌঁছলেই মূল অভিযান শুরু হবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আতিয়া মহল নামে বাড়িটি পাঁচ তলা বিশিষ্ট। যাতে মোট ৩০টির বেশি ফ্ল্যাট রয়েছে। তবে এসব ফ্ল্যাটে কতটি পরিবার বাস করে তা জানা যায়নি। এর নিচতলায় ‘জঙ্গি’রা থাকেন বলে জানা গেছে।

বাড়িটি থেকে উদ্ধার হওয়া কয়েকজন জানান, সকালে তল্লাশির সময় তারা কয়েকটি বিকট শব্দ শুনতে পান। সেগুলি বোমা না গুলির শব্দ তারা বলতে পারেননি।

 

বাসিন্দারা বলেন, হঠাৎ গুলির শব্দ শুনতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তারা কী করবেন, কিছুই বুঝে উঠতে পারছিলেন না। বিশেষ করে ফ্ল্যাটগুলোতে থাকা শিশুরা বেশি আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশের সহায়তায় তারা বের হয়ে আসেন।

Related posts

Leave a Comment