সিরিয়ায় হামলা অব্যাহত রাখবে ইসরায়েল

মুক্তবার্তা ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর বিমান হামলা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। গতকাল রবিবার মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ ইঙ্গিত দিয়েছেন।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইসরায়েল ও জর্ডান সীমান্ত পর্যন্ত নিরাপদ অঞ্চলের বিস্তৃতি ঘটানোর বিষয়ে একমত হওয়ার পরও নেতানিয়াহু সিরিয়ার ওপর হামলা কথা বললেন।

গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জর্ডান ওই অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে একটি চুক্তিতে সই করে এবং এর ফলে সেখানে সহিংসতা অনেক কমে গেছে।

গতকাল মন্ত্রিসভার বৈঠক শেষে ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী তিজাচি হানেগবি বলেন, যে চুক্তির আওতায় নিরাপদ অঞ্চল গঠন করা হয়েছে তা ইসরায়েলের দাবি পূরণ করেনি। ফলে তেল আবিব তার প্রয়োজন মতো পদক্ষেপ নেবে।

হানেগবি তার ভাষায় বলেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জর্ডানের মধ্যকার ওই চুক্তিতে এ কথা নিশ্চিত করা হয়নি যে, সীমান্তে ইরান ও হিজবুল্লাহর যোদ্ধাদের কোনো তৎপরতা থাকবে না।

ত্রিপক্ষীয় চুক্তির পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী লিবারম্যান এভিগদোর অনেকটা গায়ের জোরেই বলেছিলেন, এ ধরনের চুক্তির পরও ইসরায়েল স্বাধীনভাবে ব্যবস্থা নেয়ার অধিকার রাখে।

Related posts

Leave a Comment