মুক্তবার্তা ডেস্ক:সিরিয়ার সরকারি বাহিনীর সামরিক স্থাপানা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র। বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা একটি শহরে ‘রাসায়নিক হামলার’ চালানোর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র হামলা চালাল।
আজ শুক্রবার পেন্টাগনের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, পূর্ব ভূমধ্যসাগরে মার্কিন নেভি ডেসট্রয়ার থেকে সিরিয়ার একটি বিমানঘাঁটি লক্ষ্য করে প্রায় ৫০টি টমাহক ক্রুজ মিসাইল ছোড়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওই ঘাঁটি থেকেই মঙ্গলবার রাসায়নিক হামলা চালানো হয়েছিল এবং তিনিই ক্ষেপণাস্ত্র ছোড়ার নির্দেশ দিয়েছেন।
সিরিয়ায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে সব সভ্য দেশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
এর আগে বুধবার জর্ডানের বাদশা আব্দুল্লাহর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, বেসামরিকদের ওপর বিষাক্ত গ্যাস হামলা চালিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সীমা অতিক্রম করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের খান শেইখৌনে চালানো ওই রাসায়নিক গ্যাস হামলায় অন্তত ৭২ জন নিহত হন, এদের মধ্যে বহু শিশু রয়েছে।