সিরিয়ায় গাড়িবহরে বিস্ফোরণে নিহতদের মধ্যে ৬৮ জনই শিশু

মুক্তবার্তা ডেস্ক:সিরিয়ার আসাদ সরকার ও বিদ্রোহীদের মধ্যে সমঝোতার ভিত্তিতে যুদ্ধবিধ্বস্ত শহর থেকে বেসামরিক লোকেদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া গাড়িবহরে বোমা বিস্ফোরণে নিহতদের মধ্যে ৬৮ জনই শিশু।

এক পরিদর্শক দল জানিয়েছে, উদ্বাস্তুদের বাসের বহরে বিস্ফোরণে মৃতদেহের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে ৬৮টি শিশুর নিথর দেহ।

শনিবার আলেপ্পোর কাছে রাশিদিন ইস্টে ওই ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৭। মানবাধিকার রক্ষায় সিরিয়ার অবজারভেটরি এই তথ্য প্রকাশ্যে এনেছে। তারা জানিয়েছে, মৃতদের মধ্যে অন্তত ১০৯ জন ফুয়া ও কাফরায়ার উদ্বাস্তু। বাকি মৃতরা হলেন ত্রাণকর্তা ও গাড়িবহর রক্ষাকারী। গত এক বছরে এটাই সিরিয়ার সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণ।

প্রাণ বাঁচাতে আলেপ্পোর কাছে রাশিদিনে জড়ো হয়েছিলেন কেফ্রায়া ও আল-ফোয়ার শহরের বাসিন্দারা। ৭৫টি বাসের গাড়িবহর দাঁড়িয়ে ছিল উত্তর-পশ্চিম সিরিয়ার রাশিদিনের কাছে। হঠাৎ সেই বাসের সারিতে ঘটল বিস্ফোরণ। ওই বাসগুলোতে চড়িয়ে সরানো হচ্ছিল বিদ্রোহীদের দখলে থাকা দুইটি গ্রামের শিয়া মতাবলম্বী গ্রামবাসীদের।

এখনও পর্যন্ত কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার না করলেও, প্রো-দামাস্কাস মিডিয়ার দাবি, আত্মঘাতী হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে। ওই এলাকায় আল কায়দা সক্রিয় থাকলেও কোনও জঙ্গি গোষ্ঠী এখনো এর দায় স্বীকার করেনি। সিরিয়ার সেনাবাহিনী একে বিশ্বাসঘাতী জঙ্গি হামলা বলে আখ্যা দিয়েছেন।

আসাদ সরকারের দখলে থাকা এলাকায় বিদ্রোহী এবং বিদ্রোহীদের এলাকায় থাকা সরকারপন্থীদের স্থানান্তরের কাজ শুরু হয়েছিল মাত্র দুইদিন আগে। বিদ্রোহীদের দখলে থাকা কেফ্রায়া ও আল-ফোয়া গ্রামের অন্তত পাঁচ হাজার শিশু ও নারী-পুরুষ বাসে চেপে রওয়ানা হয়েছিলেন আলেপ্পোর উদ্দেশে। শহরের অদূরে রাশিদিনে থামে সেই গাড়িবহর। সাময়িক বিরতির পরে গৃহহীন মানুষগুলো বাসে চড়ার সময় ঘটে ভয়াবহ বিস্ফোরণ।

Related posts

Leave a Comment