মুক্তবার্তা ডেস্ক:ফুটবল মাঠে তার জুড়ি নাই। একের পর এক রেকর্ড আর জাদুকরী সব নৈপুণ্যে ফুটবল বিশ্বের এক জনপ্রিয় সুপারস্টার লিওনেল মেসি।
মাঠের বাইরেও বিভিন্ন সামাজিক কাজে জড়িত তিনি। এবার যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার শিশুদের পাশে দাঁড়ালেন লিও মেসি ফাউন্ডেশন।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় অভাব লেগেই আছে। যেখানে গোলা আর বন্দুকের শব্দে ঘুম ভাঙ্গে শিশুদের। শিক্ষার অধিকার থেকে তারা বঞ্চিত।
সেসব শিশুদের শিক্ষা দিতে পাশে দাঁড়িয়েছে লিও মেসি ফাউন্ডেশন। প্রায় ১৬০০ শিশুর শিক্ষার দায়িত্ব নিয়েছে তার ফাউন্ডেশন। ইতিমধ্যে ২০টি ক্লাসরুম নিয়ে শিক্ষা কার্যক্রম চালু করেছে প্রতিষ্ঠানটি।