মুক্তবার্তা ডেস্ক:ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। সেইন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায়।
সিরিজটিতে এখন ১-১ সমতা রয়েছে। সুতরাং, আজ যারা জিতবে তারাই সিরিজ জিতে নিবে। সিরিজের প্রথম ম্যাচে ৬৩ রানের জয় পেয়েছিল আফগানিস্তান। ওই ম্যাচে আফগানিস্তানের লেগস্পিনার রশীদ খান সাতটি উইকেট নিয়েছিলেন।
দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে সিরিজে সমতা আনে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে চার উইকেটের জয় পেয়েছিল স্বাগতিকরা। ওয়ানডে সিরিজের আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য): এভিন লিউইস, কাইরান পাওয়েল, শাই হোপ (উইকেটরক্ষক), জ্যাসন হোল্ডার, রস্টন চেজ, জনাথন কার্টার, জ্যাসন হোল্ডার (অধিনায়ক), রভম্যান পাওয়েল, অ্যাশলে নার্স, আলজারি যোসেফ, কেজরিক উইলিয়ামস।
আফগানিস্তান একাদশ (সম্ভাব্য): নূর আলী জাদরান, জাভেদ আহমাদি, রহমত শাহ, আসঘার স্টানিকজাই (অধিনায়ক), সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, আফসার জাজাই (উইকেটরক্ষক), গুলবদিন নাইব, রশীদ খান, আমির হামজা, দৌলৎ জাদরান।