মুক্তবার্তা ডেস্ক:শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ফলে, জিততে হলে জিম্বাবুয়েকে করতে হবে ২০৪ রান।
সিরিজটিতে এখন ২-২ সমতা রয়েছে। সুতরাং, আজ যারা জিতবে তারাই সিরিজ জিতে নিবে। জিম্বাবুয়ে যদি আজ জিততে পারে তাহলে তারা প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় করবে।
হাম্বানতোতায় অনুষ্ঠিত ম্যাচটিতে আজ শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে। দলীয় ১৫৩ রানে তাদের অষ্টম উইকেটের পতন ঘটে। এরপর দুশমান্থ চামিরাকে সঙ্গে নিয়ে দলকে মোটামুটি একটা সংগ্রহ এনে দেন আসেলা গুনারত্নে।
ব্যক্তিগত ৫৯ রানে অপরাজিত থাকেন গুনারত্নে। ওপেনিংয়ে নেমে ৫২ রান করে আউট হয়েছিলেন দানুশকা গুনাথিলাকা। জিম্বাবুয়ের পক্ষে সিকান্দার রাজা ৩টি, টেন্ডাই সাতারা ১টি, গ্রায়েম ক্রেমার ২টি, শন উইলিয়ামস ১টি ও ম্যালকম ওয়ালার ১টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ইনিংস: ২০৩/৮ (৫০ ওভার)
(নিরোশান ডিকওয়েলা ৩, দানুশকা গুনাথিলাকা ৫২, কুসল মেন্ডিস ১, উপুল থারাঙ্গা ৬, অ্যাঞ্জেলো ম্যাথুজ ২৪, আসেলা গুনারত্নে ৫৯*, ওয়ানিদু হাসারাঙ্গা ০, নুয়ান কুলাসেকারা ৫, আকিলা ধনঞ্জয়া ৭, দুশমান্থ চামিরা ১৮*; সিকান্দার রাজা ৩/২১, টেন্ডাই সাতারা ১/৪৯, গ্রায়েম ক্রেমার ২/২৩, ক্রিস এমপোফু ০/৩৬, শন উইলিয়ামস ১/৪১, ম্যালকম ওয়ালার ১/২১)।