সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ১৩শ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করনের দাবীতে সিরাজগঞ্জে মানব-বন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছে বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বেলা ১২টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এই মানব-বন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হারুন-অর-রশিদ, বিভাগীয় সভাপতি আব্দুল মালেক, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আহসান হাবীব, সাধারন সম্পাদক সোলেয়মান হোসেন, শিক্ষক নেতা হিযরত উল্লাহ, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।
বক্তরা বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতায় ২০১৩ সালের ৯ জানুয়ারী ২৬ হাজার১৯৩টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করনের ঘোষনা প্রদান করেনে। কিন্তু তৃতীয়ধাপে উপজেলা ও জেলা যাচাই বাছাই কমিটি সুপারিশকৃত বিদ্যালয় জাতীয়করন করা হলেও সারা দেশে যাচাই বাছাই করা প্রায় ১৩শ জাতীয় করনযোগ্য বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয় করন থেকে বঞ্চিত রয়েছে। বক্তরা বাদপড়া বিদ্যালয় জাতীয় করনের দাবী জানান।
মানব-বন্ধন শেষে শিক্ষক নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।