সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুরে ইয়াবাসহ রফিকুল ইসলাম অপু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ঢেকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২১টি ইয়াবা উদ্ধার করা হয়।
কাজীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ পিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢেকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।