সিদ্ধার্থকে বিয়ে করতে চান আলিয়া

মুক্তবার্তা ডেস্ক:সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করতে চান আলিয়া। বিয়ের কাজটি তাড়াতাড়িই সেরে ফেলতে চান তিনি। আলিয়া-সিদ্ধার্থ মালহোত্রার বহুদিন ধরেই সম্পর্ক রয়েছে। একথা বলিউডের সকলেরই জানা। এবার তাদের সম্পর্কের নতুন মোড় নিতে যাচ্ছে।
সম্প্রতি এই জুটিকে বিভিন্ন জায়গায় একসঙ্গে যেতেও দেখা গিয়েছে।‘ফিলাউরি’ দেখতেও একসঙ্গে গিয়েছিলেন সিদ্ধ-আলিয়া। আলিয়ার জন্মদিনেও সর্বক্ষন তারা একসঙ্গে ছিলেন। ধরে নেওয়া যেতেই পারে তারা ভবিষ্যতে একসঙ্গে হয়তো জীবনও কাটাবেন।

আলিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে তার মনের সুপ্ত একটি ইচ্ছের কথা প্রকাশ করেন।

বিয়ে নিয়ে আলিয়া বলেন, তিনি যেহেতু আগে কেরিয়ার শুরু করেছেন, তাই তিনি তাড়াতাড়ি বিয়ে করে নিতেও চান। এদিকে সিদ্ধার্থ এখন বিয়ে নামক বিষয়টি থেকে দূরেই থাকতে চান। সিদ্ধার্থের কাছে বিয়ে তখনই করা উচিত, যখন তার মনে হবে বাচ্চা হওয়ার প্রয়োজন রয়েছে। তবে আলিয়ার অপর সহ-অভিনেতা বরুণ ধওয়ান শিগগিরই বিয়ে করে জীবনে স্থিত হতে চান।

Related posts

Leave a Comment