সিদ্দিকুরের দু’চোখেই দেখার সম্ভাবনা নেই

মুক্তবার্তা ডেস্ক: শাহবাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত চোখ নিয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান। তবে সিদ্দিকুরের কোনো চোখে দেখার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চিকিৎসক। এমনকি অস্ত্রোপচারেও চোখ ভালো হওয়ার সম্ভাবনা নেই।

সোমবার চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে সিদ্দিকুর রহমানের চোখ পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক লিংগম গোপাল জানান, অস্ত্রোপচারেও কোনো সম্ভাবনা দেখছি না। সোমবার বেলা  ৩টার দিকে  এসব তথ্য জানান সিদ্দিকুর রহমানের সহপাঠী শেখ ফরিদ।

সিদ্দিকুরের সঙ্গে আছেন ওর বড় ভাই নায়েব আলী ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক জাহিদুল আহসান। সিদ্দিকুরের ভাই নায়েব আলীর সঙ্গেও আমার ফেসবুক মেসেঞ্জারে কথা হয়েছে। তিনিও একই কথা জানিয়েছেন।

শেখ ফরিদ সিদ্দিকুরের বড় ভাইয়ের বরাত দিয়ে বলেন, ‘চিকিৎসার বিষয়টির সর্বশেষ কি হয় এরপর দেশে ফেরার সিদ্ধান্ত হবে। আজ রাতে ডাক্তাররা আপডেট জানাতে চেয়েছেন। রাতে জানা যাবে চিকিৎসার জন্য আরও থাকতে হবে নাকি দেশে ফিরবে।’

Related posts

Leave a Comment