সিডনিতে শত কণ্ঠে জাতীয় সঙ্গীত

মুক্তবার্তা ডেস্ক:অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিরা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিডনির ওয়ালীপার্কে মুক্তিযুদ্ধের সকল শহীদকে স্মরণ করে “শত কণ্ঠে জাতীয় সংগীত” এর আয়োজন করেছে|

আগামী ২৫ শে মার্চ শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জাতীয় সঙ্গীত পরিবেশনে অংশগ্রহন করবে আনন্দ ধারা, একুশে একাডেমী, ঐকতান, কিশলয় কচিকাঁচা, প্রতীতি, বীশ্ববাণা, হারমনি ইয়থ টেপর।

জাতীয় সঙ্গীত একটি জাতীর অন্তরের অন্তঃস্থল থেকে উৎসারিত বানী। একটি দেশের প্রতিটি মানুষের ভালোবাসা হয়ে প্রকাশিত হয় সেই দেশের জাতীয় সঙ্গীত। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারিত করবে-
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।

Related posts

Leave a Comment