মুক্তবার্তা ডেস্ক: বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ-সাউথের শিক্ষক মোবাশ্বের হাসান সিজারকে উদ্ধারে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বলেছেন, ‘কেউ নিখোঁজ হয়ে যাবে আর আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে এটাতো কাম্য নয়। অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। কেন নিখোঁজ হয়েছেন, কীভাবে নিখোঁজ হয়েছেন এবং তার উদ্ধারের প্রচেষ্টা আমাদের নিরাপত্তা বাহিনী নেবে।’
বুধবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সংস্কারকৃত অফিসের উদ্বোধন ও সদস্যদের পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মঙ্গলবার সকালে রামপুরার বাসা থেকে সিজার বের হয়ে রাতে ফেরার কথা থাকলেও আর ফেরেননি। এ ঘটনায় মঙ্গলবার রাতে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার বাবা মোতাহার হোসেন। খিলগাঁও থানার সাধারণ ডায়েরি নম্বর-৪৭১।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিখোঁজ হওয়ার পেছনে কিছু কারণ থাকে। অনেকে ইচ্ছা করে নিখোঁজ হন, অনেকে আত্মগোপন করে অনেককে বিব্রত করতে চান। এই ধরনের নিখোঁজ হলে গোয়েন্দাদের জন্য কষ্টকর হয়ে যায়।’
চাঞ্চল্যকর অভিজিৎ হত্যাকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসামির কাছে কী ধরনের তথ্য পাওয়া গেছে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘অভিজিৎ হত্যাকাণ্ড অনেকটা অধরায় রয়ে গিয়েছিল। কিন্তু আমাদের গোয়েন্দারা অত্যন্ত তৎপর। তারা সূত্র ধরতে ধরতে মূল আসামিকে ধরে ফেলেছেন।’