মুক্তবার্তা ডেস্ক: সম্প্রতি মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছেন ভারতের মানুষী ছিল্লার। ইতোমধ্যেই চলচ্চিত্রের অফার আসা শুরু করেছে তার কাছে। সে বিষয় এখনও বিশেষ কিছু জানাননি তিনি। তবে এর মধ্যেই তার জন্য সুখবর। শোনা যাচ্ছে, মানুষীকে নিজের ছবিতে ব্রেক দিতে চান সালমান।
ভারতের একোতি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সালমান নাকি মানুষীকে এসকেফ প্রডাকশনে তার আগামী ছবিতে মুখ্য ভূমিকায় নিতে প্রস্তুত। তাদের দাবি, সালমানের ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যমে এই খবর জানা গেছে। সেই কাজের প্রক্রিয়াও নাকি শুরু হয়ে গেছে। এখন শুধু ঘোষণার অপেক্ষা।