মুক্তবার্তা ডেস্ক: বলিউডে অভিষেক হচ্ছে সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানের। এ বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বেশ ফলাও করে খবরও ছাপাচ্ছেন। শত হলেও নবাব পরিবারের মেয়ে।
অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমায় দেখা যাবে সারাকে। তার বিপরীতে অভিনয় করবেন সুশান্ত সিং রাজপুত।
সৎ মেয়ে সারাকে নিয়ে আগেও বেশ কয়েকবার আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এবার আবারও সেই আলোচনা। সারার এই বলিউডে অভিষেকে বাবা সাইফের চেয়ে সৎ মা কারিনাই বেশি উচ্ছ্বসিত।
কারিনা বলেন, ‘সারার বলিউড যাত্রার জন্য শুভকামনা। আমি বিশ্বাস করি বলিউডে তার যাত্রা বেশ আলোচিত হবে। আর সারার সঙ্গে কাজ করতে আমিও আগ্রহী।’