মুক্তবার্তা ডেস্ক:রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষিত সমাবেশের অনুমতি না পাওয়ায় বৃহস্পতিবার দেশজুড়ে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। দেশের প্রতিটি জেলা, মহানগর এবং ঢাকায় থানায় থানায় এই সমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন রিজভী।
গত শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ডাক দিয়েছিল বিএনপি। আর সমাবেশে অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করে দলটি। কিন্তু সে আবেদনে সাড়া মেলেনি।
এর আগেও একাধিকবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেও করতে পারেনি বিএনপি। তবে সরকারি দল আওয়ামী লীগ, সরকার সমর্থক বিভিন্ন সংগঠন এমনটি জাতীয় পার্টিও সমাবেশ করেছে সোহরাওয়ার্দী উদ্যানে।
বিস্তারিত আসছে…