সারাদেশে যুবদল-ছাত্রদলের কমিটি গঠনের নির্দেশ

মুক্তবার্তা ডেস্ক:সারাদেশে জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার রাতে গুলশান কার্যালয়ে সদ্য কারামুক্ত যুবদলের ৩৯ নেতাকর্মী তার সঙ্গে দেখা করতে গেলে খালেদা জিয়া তাদের এই নির্দেশ দেন।

যুবদল নেতাদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘অনেকেই ব্লেম করে সারাদেশে তোমাদের কমিটিগুলো করা হচ্ছে না। যুবদলের ১০ বছর হয়েছে কমিটি নেই। ছাত্রদলের ১০ বছর হয়েছে, কোনো কমিটি নাই। আমরা কাজ করতে পারি না। তাই তোমাদের এই কমিটিগুলো করতে হবে।’

বিগত দিনের আন্দোলনের কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘যারা আন্দোলন বেশি করেছে তাদের ধরে নিয়ে গুম করে ফেলা হচ্ছে। অনেকের খোঁজ পাওয়া যায় না। বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বলে আওয়ামী লীগ তাদের ভয় পায়।’

যুবদলে জায়গা না হলে মন খারাপের কিছু নেই মন্তব্য করে তিনি বলেন, ‘যুবদলে আমাদের অনেক ছেলে আছে। যুবদলের কমিটি দিয়েছে কিন্তু সবাইকে কমিটিতে স্থান দিতে পারেনি। আমি বলে দিয়েছে যারা বাদ পড়েছে তাদেরকে মূল দল বিএনপিতে দেওয়া হবে। এবং যুবদলের পূর্ণাঙ্গ কমিটি করতে বলেছি। যারা যুবদলে বাদ পড়েছে তাদেরকে বিভিন্ন জেলায় মূল দলে নিয়ে আসতে পারি। যাতে নেতৃত্ব তৈরি হয়।’

Related posts

Leave a Comment