সারাদেশের ৯৩ শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল

মুক্তবার্তা ডেস্ক:এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশের ৯৩ শিক্ষা প্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও পাস করেনি। গতবছর এই সংখ্যা ছিল ৫৩টি। সে হিসেবে এবার শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪০টি।

বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী বলেন, এই বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ২৬৬টি। গত বছর এই সংখ্যা ছিল ৪ হাজার ৭৩৪টি। এ বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২ হাজার ৪৬৮টি।

নাহিদ বলেন, এবারে পরীক্ষায় ২৮ হাজার ৩৫৯ প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। গত বছর এই সংখ্যা ছিল ২৮ হাজার ১০৭টি। এবার প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২৫২টি।

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাস করেছে ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার কমেছে প্রায় আট শতাংশ। এছাড়া গত বছরের তুলনায় এবার জিপিএ-ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।

Related posts

Leave a Comment