সাম্প্রদায়িকতা রুখতে নজরুল চর্চার বিকল্প নেই: কাদের

মুক্তবার্তা ডেস্ক: সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ রুখতে নজরুল চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘যে অঙ্গীকার নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই একই চেতনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে।’

রবিবার সকাল সাড়ে সাতটায় কবি নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন কাদের।

এ সময় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নজরুল ভক্ত, শুভানুধ্যায়ী ও দেশের বিবেকবান মানুষদের প্রতি আহ্বান জানান তিনি।

শ্রদ্ধা জানানোর সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, অসীম কুমার উকিল, আবদুস সোবহান গোলাপ, রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন প্রমুখ।

১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র (১৯৭৬ সালের ২৯ আগস্ট) ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) মারা যান কাজী নজরুল ইসলাম। শেষ ইচ্ছানুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়। কবি নজরুলকে শ্রদ্ধা জানাতে সকাল থেকে জনতার ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই ফুলে ফুলে ভরে যায় সমাধি প্রাঙ্গণ। ঢাকা বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষক সমিতি, কবি-পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে জাতীয় কবিকে।

Related posts

Leave a Comment