মুক্তবার্তা ডেস্ক:শুক্রবার দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
র্যাব বলছে, বৃহস্পতিবার রাতে সাভারে অভিযান চালিয়ে এই তামিম দ্বারীসহ দু’জনকে আটক করা হয়েছে।
মুফতি মাহমুদ জানান, র্যাবের তদন্তে তামিম দ্বারীর নাম আসে; হলি আর্টিসান হামলার কয়েক বছর আগ থেকেই নিহত তামিম চৌধুরীর সঙ্গে যার নিয়মিত যোগাযোগ ছিল। তারা দেশের বিভিন্ন জায়গায় বৈঠক করে নাশকতার পরিকল্পনাও করেছেন।
বৃহস্পতিবার রাতে তামিম দ্বারীর সঙ্গে অন্য যে দু’জনকে আটক করা হয়েছে তারা হলেন- কামরুল হাসান ওরফে কাজল ওরফে নুরুদ্দিন (২৬) ও মোস্তফা মজুমদার ওরফে শিহাব ওরফে হামজা (৩২)।
তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, প্রায় এক কেজি প্লাস্টিক এক্সপ্লোসিভসহ আইইডি তৈরির সরঞ্জাম, ৩টি চাকু, ১টি চাপাতি, ১টি ল্যাপটপসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয় বলেও জানিয়েছে র্যাব।