মুক্তবার্তা ডেস্ক:সাভারের নামাগেন্ডা এলাকায় জঙ্গি সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে বোমা নিষ্ক্রিয়কারী দল, ফায়ার সার্ভিস ও কাউন্টার টেরোরিজম ইউনিটের চেষ্টায় দশটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এসময় ভবনটির দ্বিতীয় তলা থেকে একটু পরপর ১০টি বিস্ফোরণের আওয়াজ আসে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম জানান, কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল অভিযান পরিচালনা করা হবে। এখন বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে। তাদের সঙ্গে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটও কাজ করছে।
ভবনটির মালিক সিরাজুল ইসলাম সাকিব জানান, গত মাসের ৮ তারিখে তার বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে স্ত্রী ও সন্তানসহ ভাড়া আসেন এক ব্যক্তি। তবে তার শাশুড়ি এই মাসে তাদের ফ্ল্যাটে আসার কথা থাকলেও তিনি আসেননি। আর ওই ব্যক্তির পরিচয়পত্র চাওয়া হলে পরে দেবেন বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে আর ওই ব্যক্তির পরিচয়পত্র সংগ্রহ করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানায়, সাকিবের বাড়িতে নতুন ভাড়াটিয়া ওই ব্যক্তি মাঝেমধ্যে ব্যাগভর্তি করে কিছু একটা নিয়ে তার ফ্ল্যাটে ঢুকতেন। জিজ্ঞেস করলে বলতেন- তিনি কসমেটিকসের ব্যবসা করেন। মাঝে-মধ্যে ব্যাগ খুলে কসমেটিকস পণ্য দেখাতেন সবাইকে।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় সাভারের নামাগেন্ড এলাকায় প্রথমে আনোয়ার মোল্লার পঞ্চম তলা বাড়িতে জঙ্গি সন্দেহে অভিযান পরিচালনা করা হয়। তবে সেখানে কিছু না পেয়ে একশ মিটার দূরে পার্শ্ববর্তী সিরাজুল ইসলাম সাকিবের বাড়িতে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দুইশ সদস্য।