মুক্তবার্তা ডেস্ক:সাভারের নামাগেন্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান চালাতে ঘটনাস্থলে পৌঁছেছে বোমা নিষ্ক্রিয়কারী একটি দল। বাড়িটি ঘিরে রাখার ১৫ ঘণ্টা পর সকাল ১১টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেখানে পৌঁছায়।
শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার নামাগেন্ডায় সিরাজুল ইসলাম সাকিবের ষষ্ঠ তলা ভবনটি ঘিরে রাখে পুলিশ। এর আগে ওই এলাকায় আনোয়ার মোল্লার বাড়িতে জঙ্গি রয়েছে এমন সন্দেহে তল্লাশি চালানো হয়। তবে সেখানে কিছুই পায়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, রাতে অভিযান বন্ধ করে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিসহ বেশ কিছু বাড়ি কর্ডন করে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই বাড়ির তালাবদ্ধ একটি কক্ষে বোমা তৈরির সরঞ্জামসহ বোমা রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত কাউন্টার টেরোরিজমের সদস্য, পুলিশ, র্যাসহ গোয়েন্দা পুলিশের কয়েক শত সদস্য ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে। অভিযান পরিচালনার জন্য আশপাশের বাড়ির লোকদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও নিশ্চিত করে কিছুই জানানো সম্ভব হয়নি।