মুক্তবার্তা ডেস্ক: দুর্নীতি মামলার রায়ে আদালতে হাজির না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট।
আজ শুক্রবার আলোচিত চাল কেনার দুর্নীতি মামলার রায় প্রদানের নির্ধারিত দিনে উপস্থিত না হওয়ায় এ নির্দেশ দেয় আদালত।
সিনাওয়াত্রার দেশত্যাগের সম্ভাবনা বন্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে। তবে ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রীর আইনজীবীর দাবি, অসুস্থতার জন্যই আদালতে হাজির হতে পারেননি তিনি।
একই সাথে মামলাটির রায় ঘোষণার দিন পিছিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।