মুক্তবার্তা ডেস্ক:সিরাজগঞ্জের উল্লাপাড়া আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ মির্জার ছেলে ও মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালিদ ইন্তেজার শক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লার নিজ বাসা থকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত খালিদ সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লার বাসিন্দা। তিনি দুইবারের নির্বাচিত সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার ছেলে। উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়ন পরিষদের টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান খালিদ।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, শনিবার রাতে নিজ ঘরে ঘুমাতে যান খালিদ। রবিবার বেলা অনেকটা গড়ালের ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি শুরু করেন। ভেতর থেকে সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে স্বজনরা। সেখান থেকে নামিয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।