সান বার্নার্ডিনোর স্কুলে হামলা, নিহত ২

মুক্তবার্তা ডেস্ক:স্থানীয় সময় সোমবার সকাল ১০ টা ২৭ মিনিটে লস এঞ্জেলেসের সান বার্নার্ডিনোয়র এলিমেন্টারি স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জন নিহত এবং দুই শিশুসহ ২০ জন আহত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে গুলি চালানো ব্যক্তিদের একজন শিক্ষক। সে ক্লাসে ঢুকে নির্বিচারে গুলি চালানোর পর আত্মহত্যা করেছে।

লেফটেন্যান্ট ভিকি কার্ভান্টেস নামে সান বার্নার্ডিনোর এক পুলিশ কর্মকর্তার জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা জানা যায়নি।

সান বার্নাডিনোর পুলিশ প্রধান জ্যারড বারগুয়ান তার টুইটারে জানিয়েছে, ‘এটি আত্মহত্যাপ্রবণ উন্মত্ত বন্দুকধারীর কাজ। আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারী নিহত হয়েছে। এখন আর ভয় নেই।’

এই শহরটিতে  দুই বছর আগে একটি সেবা কেন্দ্রে দুই বন্দুকধারীর গুলিতে ১৪ জন প্রাণ হারিয়েছিলেন।

সান বার্নার্ডিনোর বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে এই গুলিবর্ষণের ঘটনার আকস্মিকতায় সান বার্নাডিনো শহরে স্তব্ধ হয়ে পড়েছে।

Related posts

Leave a Comment