মুক্তবার্তা ডেস্ক: সর্বশেষ ২০১৪ সালের ৩০ ফেব্রুয়ারি খুলনার হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। দীর্ঘ তিন বছর পর আবারও জাতীয় লিগে ফিরছেন টাইগারদের ওয়ানডে কাপ্তান। প্রথম ইনিংসে বল হাতে ছিলেন সাদামাটা। কিন্তু দ্বিতীয় ইনিংসে রীতিমত খেল দেখালেন ম্যাশ। ৪ ওভারের প্রথম স্পেলেই তুলে নেন ৩ উইকেট। তার বোলিং তোপে তছনছ হওয়া রংপুরকে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
জাতীয় ক্রিকেট লিগের চলমান মৌসুমে খুলনার হয়ে খেলছেন মাশরাফী। দলটির নেতৃত্বে আছেন স্পিনার আবদুর রাজ্জাক। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৬১ রান খরচায় নেন ১ উইকেট। দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ওপর তাণ্ডব চালান মাশরাফী। ৪ ওভারে ১২ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট।
ক্যারিয়ারের শুরু থেকেই বহুবার ইনজুরির কাছে ধরাশয়ী হন মাশরাফী। ইংল্যান্ডের বিপক্ষে এই টেস্ট খেলতে নেমে হাঁটুতে আঘাত পান তিনি। ফলে প্রায় দু’বছর মাঠের বাইরে নীরব দর্শক হয়ে থাকতে হয়েছিল মাশরাফীকে। জাতীয় দলের হয়ে শেষ টেস্ট খেলেছেন ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে। অধিনায়ক হিসেবে সেটি তার প্রথম ও একমাত্র টেস্ট।