মুক্তবার্তা ডেস্ক:কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কুর গ্রেপ্তারি পরোয়ানার পেছনে সরকার বা দলের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ আইনের ব্যাপার। আর মামলাটি আওয়ামী লীগ করেনি। দুদকের করা মামলায় আদালত তার বিরুদ্ধে ওই আদেশ দিয়েছেন।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পদচারী-সেতু উদ্বোধনের পর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যিনি কুমিল্লার মেয়র হয়েছেন তার বিরুদ্ধে যদি মামলা থাকে এবং ওই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তাহলে আমাদের কিছুই করার নেই। এটা আদালত ও দুদকের বিষয়।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, কুমিল্লা সিটি নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করাই ছিল আমাদের টার্গেট। আমাদের টার্গেট অর্জিত হয়েছে। নির্বাচনে দলীয় প্রার্থীর জন্য বিজয় ছিনিয়ে আনা আমাদের লক্ষ্য ছিল না।