সাকিব এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হলেন

মুক্তবার্তা ডেস্ক: এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেটে কমিটির সদস্য হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার তিনি নিজের ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছেন। এমসিসি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া মেইলটিও ফেসবুকে আপলোড করেছেন সাকিব আল হাসান।

ফেসবুকে সাকিব আল হাসান লিখেছেন, ‘আমি সত্যিই আনন্দ অনুভব করছি যে আপনারা আমাকে মর্যাদাপূর্ণ এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য করেছেন। আমাকে সম্মানিত করার জন্য আপনাদের ধন্যবাদ’।

বর্তমানে একইসাথে তিন ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার হচ্ছেন সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরেই এই অবস্থান ধরে রেখেছেন তিনি। জাতীয় দলে খেলার পাশাপাশি বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগেও খেলে থাকেন সাকিব আল হাসান।

Related posts

Leave a Comment