‘সাংবিধানিক সরকারের অধীনে জাতীয় পার্টি নির্বাচন চায়’

মুক্তবার্তা ডেস্ক: তত্ত্বাবধায়ক নয়, সাংবিধানিক সরকারের অধীনে জাতীয় পার্টি নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এছাড়া, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী সম্মেলন ও সমাবেশসহ ৩ মাসের কর্মসূচি দিয়েছে দলটি।

শনিবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির যৌথ সভায় নির্বাচনী সমীকরণের নানা বিষয় উঠে আসে দলের শীর্ষস্থানীয় নেতাদের বক্তৃতায়। সাংগঠনিক তৎপরতা বাড়াতে দেশব্যাপী সম্মেলনের নির্দেশনা দেন পার্টি চেয়ারম্যান।

দলের কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এতে বক্তৃতা করেন। কর্মসূচির ঘোষণা দেন মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

Related posts

Leave a Comment