মুক্তবার্তা ডেস্ক:আদিত্য চোপড়া পরিচালিত বলিউড সিনেমা ‘বেফিকর’। মুক্তির সময় সিনেমাটি বিভিন্ন কারণে আলোচনা-সমালোচনার শীর্ষে ছিল।
এবার রণবীর সিং ও বাণী কাপুর অভিনীত এই সিনেমার একটি গান নতুন মাইলফলক স্পর্শ করল। সিনেমার ‘নাশে সি চাড় গ্যায়ি’ শিরোনামের গানটি ইউটিউবে সবচেয়ে বেশি বার দেখা হিন্দি গান।
এই প্রথম কোনো হিন্দি গান ২৫০ মিলিয়ন এরও বেশি বার দেখা হলো। ইয়াশ রাজ ফিল্মস এর ব্যানারে নির্মিত সিনেমা ‘বেফিকর’ গত বছরের ৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল।