মুক্তবার্তা ডেস্কঃ লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার। নিজেদের জায়গা থেকে তারকা এই দুই ফুটবলার অন্যতম সেরাই বলা চলে। ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা মেসি ও রোনালদো বর্তমানে রাজত্ব করছেন ইউরোপের বাইরে।
মেসি রয়েছেন আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানে দুর্দান্ত ছন্দে রয়েছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। মায়ামিতে মেসি এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে গোল করেছেন ৮টি, সঙ্গে রয়েছে ১টি অ্যাসিস্টও। আমেরিকার ক্লাবটির জার্সিতে সর্বশেষ ম্যাচসহ এখন অবধি মেসির ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ৮১৫।