‘সরকার রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের বিভক্তি বাড়াচ্ছে’

মুক্তবার্তা ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের পরিবর্তে সরকার বিভক্তি বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্যাতনের মুখে মিয়ামনার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ দিতে গত ১৩ সেপ্টেম্বর ২২টি ট্রাক নিয়ে উখিয়ার উদ্দেশে যাত্রা করে বিএনপির একটি প্রতিনিধিদল। কিন্তু কক্সবাজারে যাওয়ার পর ত্রাণের গাড়িবহর পুলিশ আটকে দেয় বলে অভিযোগ করে বিএনপি। যে কারণে বিএনপির প্রতিনিধি দল উখিয়ায় যেতে পারেনি। এর প্রেক্ষিতে দলটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, জাতীয় ঐক্য গড়ে তুলে রোহিঙ্গা সংকট মোকাবেলা করতে হবে। অথচ সরকার ঐক্যে না গড়ে তার পরিবর্তে বিভক্তি বাড়াচ্ছে।

বিস্তারিত আসছে…

Related posts

Leave a Comment