মুক্তবার্তা ডেস্ক:বর্তমান আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের জীবনযাত্রার মান পাল্টে দিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দেন।
শুক্রবার সকালে দিনাজপুর চিরিরবন্দরে রাণীরবন্দর মহিলা কলেজের এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন করা বর্তমান সরকারের অঙ্গীকার। বিধবা, বয়স্ক, স্বামী পরিত্যক্ত ও প্রতিবন্ধী ভাতা, বিদ্যু, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন উন্নয়নের কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘বিএনপি সরকারের আমলে তারা জনগণের কিছুই করতে পারেনি। তারা শুধু টাকা-পয়সা লুটপাট করে বিদেশে পাচার করেছে, আর বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। জামায়াতকে নেতৃত্ব দিয়ে বিএনপি জঙ্গিবাদের সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।