মুক্তবার্তা ডেস্ক: সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করার তিন সপ্তাহেও এই পদে নতুন কাউকে নিয়োগ না দেয়ার সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহদে। তিনি বলেছেন, সরকার বিচার বিভাগ নিয়ে যা খুশি তাই করছে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপি-জামায়াত জোট সরকারের আইনমন্ত্রী এ কথা বলেন। ‘মহান বিজয় দিবস ও গনতন্ত্র পুনরুদ্ধারে করণীয়’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি।
সুরেন্দ্র কুমার সিনহা বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি, যিনি মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন। আর তার পদত্যাগের পর ২২ দিন চলছে আজ।
প্রায় দেড় মাসের ছুটি শেষে গত ১০ নভেম্বর দেশে না ফিরে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে সিঙ্গাপুর দূতাবাসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দেন সুরেন্দ্র কুমার সিনহা। রাষ্ট্রপতি তা অনুমোদন করায় সেই দিন থেকেই প্রধান বিচারপতির পদটি শূন্য।
অর্থপাচার, আর্থিক অনিয়ম, নৈতিক স্খলনসহ ১১টি অভিযোগ থাকা সিনহা গত ২ অক্টোবর রাষ্ট্রপতির কাছে করা এক মাসের ছুটির আবেদন করেন। এই আবেদন অনুমোদনের পর থেকেই বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিয়াকে অস্থায়ী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তিনিই এখন দায়িত্ব পালন করছেন।
মওদুদ আহমদ বলেন, ‘প্রধান বিচারপতির পদ একদিনের জন্যও শূন্য রাখা অসাংবিধানিক। কিন্তু কোন আইনের তোয়াক্কা না করে সরকার বিচার বিভাগ নিয়ে যা খুশি তাই করছে।’
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়কে কেন্দ্রকরে সুরেন্দ্র কুমার সিনহাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি-জামায়াত জোট সরকারের আইনমন্ত্রী। তার অভিযোগ, সরকার উচ্চ আদালতকে নিয়ন্ত্রণ করতেই নানা কাজ করছে