‘সরকার বিচার বিভাগের প্রতিপক্ষ হিসেবে অবস্থান নিয়েছে’

মুক্তবার্তা ডেস্ক: সরকার বিচার বিভাগের প্রতিপক্ষ হিসেবে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঢাকা বার মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি।

এ সময়, সরকারের মন্ত্রীরা সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সাথে বিরোধ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

এ সময় তিনি বলেন, ‘ষোড়শ সংবিধানে রায়ের পরে, অবজার্ভেশন দেওয়ার পরে মন্ত্রিসভায় যে আলোচনা হয়েছে এবং সরকারের কিছু মন্ত্রি, আওয়াশী. লীগের কিছু নেতা তারা যে ভাষায় কথা বলছেন তা আদালত অবমাননার দায়ে পড়ে কিনা?’

তিনি আরো বলেন, ‘সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের যে তিনটি প্রধান স্তম্ভ সেই স্তম্ভগুলোকে ধ্বংস করে দিয়ে তাদের মধ্য বিরল সৃষ্টি করছে সরকার নিজেই।’

ফখরুল বলেন, ‘অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী যে কথা বলেছেন খুব ভালোভাবে পরিষ্কার যে এই সরকার বিচার বিভাগের প্রতিপক্ষ হিসেবে অবস্থান নিয়েছে।’

Related posts

Leave a Comment