সরকার ক্ষমতা হারালে নেতাকর্মীদের দেশ ছেড়ে পালাতে হবেঃকাদের

মুক্তবার্তা ডেস্ক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার একবার ক্ষমতা হারালে নেতাকর্মীদের দেশ ছেড়ে পালাতে হবে। তাই সময় থাকতে অবৈধভাবে উপার্জিত অর্থ দেশের উন্নয়নের জন্য, জনগণের কল্যাণে ব্যয় করুন। ক্ষমতা হারালে সব হারাতে হবে।’

তিনি বলেন, ‘বৈধ-অবৈধভাবে উপার্জন করা অর্থ দিয়ে কী করবেন- যদি দল ক্ষমতায়ই না থাকে। দলকে ক্ষমতায় রাখতে এবং আগামী নির্বাচনে যাতে আওয়ামী লীগ আবারও জনগণের ভোটে ক্ষমতায় আসে সে জন্য সকল অর্থ দেশের জন্য জনগণের উন্নয়নের জন্য ব্যয় করুন।’

নগরীর পাঁচলাইশ থানাধীন কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের টাকা লুট করে উন্নয়ন বন্ধ করে মানুষের মন জয় করা যায় না। সরকার যদি দেশের মানুষকে ভালোবেসে একের পর এক উন্নয়ন করে যায় তাহলেই জনগণ সেই সরকারকে বারবার ক্ষমতায় বসার সুযোগ দেয় দেশ শাসনের জন্য। সুতরাং দেশের উন্নয়নের খাতে ব্যবহৃত কিছু লুট করে বড়লোক হওয়ার লালসা করবেন না। কার, সেই অর্থ ভোগ করতে হলে আপনাকে ক্ষমতায় থাকতে হবে। আর এই লালসার ফলে আপনার সরকার ক্ষমতায় না থাকলে আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে।’

বিএনপি এখন ‘জাতীয় নালিশ পার্টি’ হিসেবে পরিণত হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের এ শীর্ষ নেতা বলেন, ‘তাদের কাজ হলো শুধু শুধু দেশের মানুষের কাছে, নয়তো বিশ্ব মোড়লদের দরবারে দরবারে গিয়ে নালিশ পেশ করা। আর এত কিছু করার পরও তারা প্রতিটি পদে পদে ব্যর্থ হচ্ছে। তার প্রমাণ হলো কিছু দিন আগে হয়ে যাওয়া আমেরিকার নির্বাচনকে ঘিরে তাদের নানা জল্পনা-কল্পনা। তারা ভেবেছিল ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু তাদের সে স্বপ্ন সফল হলো না।’

Related posts

Leave a Comment