সরকার কৃষকদের পুনর্বাসনের জন্য ১৩৬ কোটি টাকা সহায়তা ঘোষণা

মুক্তবার্তা ডেস্ক: পাহাড়ী ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪ জেলার কৃষকদের পুনর্বাসনে বোরো মৌসুমের জন্য প্রায় ১৩৬ কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি প্রণোদনার পাশাপাশি নতুন এই কার্যক্রমও চলবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী জানান, পুনর্বাসনের আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ, সার ও নগদ টাকা প্রদান করা হবে। এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করতে পারবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

Related posts

Leave a Comment