সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক গুমের ঘটনা ঘটছে: মোশাররফ

মুক্তবার্তা ডেস্ক:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক গুমের ঘটনা ঘটছে। এটা আমাদের দুর্ভাগ্য। গত নয় বছরে চারশ গুমের ঘটনা ঘটেছে।

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে গুম, খুন ও নির্যাতন বন্ধের দাবিতে করণীয় শীর্ষক সেমিনারে মোশাররফ এ কথা বলেন।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু বাংলাদেশে নয়, অন্য দেশেও গুম হচ্ছে৷ ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রে গুমের একটি হিসেব তুলে ধরে সেখানকার অবস্থা আরেও ভয়াবহ বলেও মন্তব্য করেন তিনি৷

মোশাররফ বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পৃথিবীর কোন দেশে গুমের ঘটনা ঘটছে কেউ দেখাতে পারবে না। গুমের ঘটনায় প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে প্রতারণা করেছেন।

তিনি বলেন, ভোটের মাধ্যমে নির্বাচিত নয় বলে আওয়ামী লীগ জনগণকে ভয় পায়। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের প্রধান স্তম্ভগুলো ধ্বংস করে দিয়েছে সরকার। প্রধান বিচারপতিকে পদত্যাগের মাধ্যমে নিম্ন আদালতও করায়ত্ত্বে নিতে চায় সরকার।

Related posts

Leave a Comment