সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

মুক্তবার্তা ডেস্ক:সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে পরিষদের সাংগঠনিক সম্পাদক নিত্যানন্দ সরকার বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি ২১তম বৈঠকে ৩২ বছর করার সুপারিশ জানানো হয়। নবম জাতীয় সংসদে ১৪তম অধিবেশনে ৩৫ বছরের প্রস্তাবটি প্রথম প্রস্তাব হিসেবে গৃহীত হয়। সেই সঙ্গে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ এ দাবি বাস্তবায়নে পাঁচ বছর ধরে যুক্তি তুলে ধরে অহিংস আন্দোলন করে আসছে। তাই আমরা ৩৮তম বিসিএস সার্কুলারের আগেই এর বাস্তবায়ন চাই।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ বলেন, আমাদের গড় আয়ু যখন ৪৫ ছিল তখন চাকরিতে প্রবেশে বয়সসীমা ছিল ২৭ বছর। গড় আয়ু যখন ৫০ ছাড়াল তখন বয়সসীমা হলো ৩০ বছর। বর্তমানে গড় আয়ু ৭১.৬ মাস। তাহলে চাকরিতে প্রবেশের বয়সসীমা কত হওয়া উচিত?

Related posts

Leave a Comment