সমঝোতার মাধ্যমে নির্বাচন অবাধ হবে: মওদুদ

মুক্তবার্তা ডেস্ক: সংবিধানের দোহাই দিয়ে সুষ্ঠু নির্বাচনের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সংবিধানের কথা বলে সমঝোতার পথ এড়িয়ে যাওয়াটা ঠিক হবে না। বর্তমান সরকারের উচিত হবে কিভাবে সমঝোতার মাধ্যমেই আগামী নির্বাচন সুষ্ঠু ও সঠিক হয়। সমঝোতার মাধ্যমে যদি নির্বাচন করা যায় তাহলে সেখানে সংবিধান কোনো মুখ্য বিষয় নয়।

সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আহমেদ আজম খান, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার প্রমুখ

Related posts

Leave a Comment