‘সব পুলিশই পচে যায়নি’

মুক্তবার্তা ডেস্ক:বনানী ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীদের ন্যায়বিচার পেতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন বাহিনীটির এক শীর্ষ কর্মকর্তা। সব পুলিশ পচে যায়নি-এমন মন্তব্য করে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি পুলিশের ওপর আস্থা রাখতে বলেছেন। সাথে ভুক্তভোগী নারীর ভিডিও না ছড়ানোর অনুরোধও রেখেছেন তিনি।

পুলিশের সঙ্গে অপরাধীদের যোগসাজসের খবর প্রায়ই আসে গণমাধ্যমে। মামলা না নিতে চাওয়ার ঘটনায় সবশেষ তোলপাড় বনানী থানার বিরুদ্ধে। দুই তরুণীকে হোটেলে আটকে রেখে ধর্ষণের যে অভিযোগ নিয়ে দেশে এখন আলোচনা-সমালোচনার ঝড়, সেই ঘটনায় মামলা নিতে না চাওয়ার ঘটনার অভিযোগেরও তদন্ত চলছে। এ ছাড়াও আরও নানা ঘটনায় দেখা গেছে, পুলিশ অভিযুক্ত অপরাধীদের পক্ষে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষায়িত টিম সোয়াটের প্রধান অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন বলেছেন, এ রকম কোনো সিদ্ধান্তে আসার সুযোগ নেই কারণ।

বনানীতে ধর্ষণের ঘটনায় যাদেরকে ভুক্তভোগী বলা হচ্ছে, তারা এরই মধ্যে আদালতে জবানবন্দী দিয়েছেন। কথা বলেছেন বেসরকারি টেলিভিশনের সঙ্গেও। সেই সাক্ষাৎকারটির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা বিচারকে প্রভাবিত করতে পারে বলে অনেকের আশঙ্কা। এই ভিডিওটি শেয়ার করছেন তাদের এ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের শীর্ষ কর্মকর্তা ছানোয়ার হোসেন।

Related posts

Leave a Comment