মুক্তবার্তা ডেস্ক:চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল এখনও অনুষ্ঠিত হয়নি। তাই বলা যাচ্ছে না ফাইনালে কোন দুটি দল খেলবে। তবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন, কে কে হচ্ছে ফাইনালের দুই প্রতিপক্ষ!
কোহলির ভাষায়, ‘আসলে সবাই কিন্তু ভারত-ইংল্যান্ড ফাইনালই দেখতে চায়। দুই দলই যদি ভালো খেলে, তাহলে লোকজনের চাওয়াটাই কিন্তু সত্য হবে।’
যুক্তরাজ্যে ভারতীয় হাই কমিশনের একটি অনুষ্ঠানেই এমন মন্তব্য করেন ভারতীয় ওয়ানডে অধিনায়ক। যেখানে ভারতীয় দলের অনেকেই ছিলেন। তার কাছে আরো জানতে চাওয়া হয় কোন কোন দল যাবে ফাইনালে? তখন অবশ্য নিজের মত কৌশলেই দেন কোহলি, ‘আসলে যে কেউই হতে পারে। তবে আমরাই ফাইনালে যেতে চাইবো।’
তবে কোহলি ভালো খেলার পূর্বশর্ত হিসেবে দেখিয়েছেন অনুকূল আবহাওয়া। আবহাওয়া ভালো হলে ভালো ক্রিকেট খেলা হবেই, ‘আলো ঝলমলে আবহাওয়া পেলে ইংল্যান্ডে ক্রিকেট খেলতে এরচেয়ে ভালো আর কিছুই নেই। কারণ সাদা বল এখনও সেভাবে সুইং করেনি। আর মেঘ এসে পড়লেই এখানে খেলার কন্ডিশন পাল্টে যায়।’
তিনি আরো যোগ করেন, ‘আপনি ব্যাটিংয়ে যাই করেন না কেন এই কন্ডিশনকে আপনাকে মেনে নিতেই হবে। আর এখানে খেলার এটাই সবচেয়ে বড় সৌন্দর্য্য।’