সবজার ইস্যুতে জাতিসংঘের হস্তক্ষেপ চায় পাকিস্তান

মুক্তবার্তা ডেস্ক:ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে হিজবুল মুজাহিদিন কমান্ডার সবজার আহমেদ ভাটের মৃত্যু নিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ অভিযোগ করে বলেন, ভারতীয় সেনার গুলিতে সবজারের মৃত্যু বিচার বহির্ভূত ঘটনা।

উল্লেখ্য, শনিবার জম্মু-কাশ্মিরে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয় সবজার আহমেদের। সন্ত্রাসী সংগঠন হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর উত্তরসূরি হয়েছিলেন সবজার। সবজার হত্যার পর আবার ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে উপত্যকা।

গত বছর ৮ জুলাই কাশ্মিরে তরুণ জঙ্গিনেতা বুরহান ওয়ানি সেনা অভিযানে নিহত হওয়ার পর দিল্লির বিরুদ্ধে সরব হয়েছিল ইসলামাবাদ। স্বয়ং পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বুরহানকে ‘শহীদ’ বলে উল্লেখ করেছিলেন। এক বছরের মধ্যে আবার যেন সেই ঘটনার পুনরাবৃত্তি। একই রকম ভাবে, সবজারের মৃত্যু নিয়েও দিল্লির দিকে অভিযোগ তুলল ইসলামাবাদ।

সরতাজ আজিজ বলেন, ‘এই ঘটনা সম্পূর্ণ মানবাধিকার বিরোধী। এই মৃত্যুর ঘটনা পুরোপুরি বিচার বহির্ভূত। অবিলম্বে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করা উচিত জাতিসংঘের। ভবিষ্যতে যাতে এমন না ঘটে সে দিকেও নজর দিতে হবে।’

Related posts

Leave a Comment