সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম

মুক্তবার্তা ডেস্ক:রাজধানীর কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে সবজির দাম। বেশির ভাগ সবজিতেই গত সপ্তাহের তুলনায় ৩ থেকে ৫ টাকা বেড়েছে। শুক্রবার রাজধানীর মহাখালী কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০-৬৫ টাকা, গাজর ৫০ টাকা, শশা ৪৫-৫০ টাকা, টমেটো ৩০ টাকা, ফুলকপি ৫০-৫৫ টাকা (আকার ভেদে), বাঁধাকপি ৩০ টাকা।

বেগুন প্রকারভেদ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। পেঁয়াজ ফুলের ডাটা ২৫ টাকা, চাল কুমড়া ২০ টাকা, কচুর লতি ৬২ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৬৫ টাকা, ঝিঙা ৬০ টাকা, চিচিঙ্গা ৬৩ টাকা, করলা ৬৪ টাকা, কাঁকরোল ৬০ টাকা, কচুর মুখি ৭৫ টাকা, আলু ১৮ টাকায় বিক্রি হচ্ছে।

মানভেদে দেশি পেঁয়াজ কেজি প্রতি ২৫ টাকা, ভারতীয় পেঁয়াজ ২০ টাকা, দেশি রসুন ৮০ টাকা, ভারতীয় রসুন ২০০ টাকা। দেশি আদা ১৪০ টাকা।

গরুর মাংসের কেজি ৫০০ টাকা, ব্রয়লার মুরগির কেজি ১৬০ টাকা এবং খাসির মাংস ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Related posts

Leave a Comment