মুক্তবার্তা ডেস্ক:চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাটে একটি নৌকাডুবির ঘটনায় তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই শিশুসহ এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১০ জন।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রামের কুমিরাঘাট থেকে ছেড়ে আসা একটি সি-ট্র্যাক রোববার রাতে গোপ্তাছড়া ঘাটে নোঙ্গর করলে যাত্রী নামানোর জন্য ছোট আকারের লাল বোট স্টিমারের কাছে যায়। যাত্রীরা স্টিমার থেকে লাল বোটে নামেন। এ সময় প্রচণ্ড ঢেউয়ে সি-ট্র্যাক এবং লাল বোটটির সংঘর্ষে যাত্রীরা নৌকাসহ ডুবে যায়। কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অধিকাংশ যাত্রী স্রোতে ভেসে যান।
উদ্ধার হওয়া এক যাত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একটি প্রশিক্ষণে অংশ নিতে চট্টগ্রাম গিয়েছিলেন। ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়েন। নিখোঁজদের মধ্যে বেশির ভাগই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রায় ৪০ জন যাত্রী ছিল। নৌকা ডুবার পরপরই সাঁতরে ১২ জন তীরে উঠে।
দুর্ঘটনার পর উদ্ধার কাজে নেমেছে কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রা।